Saturday, July 1, 2017

জনসমক্ষে বা পাবলিক পরিবহনে ধূমপানের শাস্তি কি?

   প্রশ্নঃ জনসমক্ষে বা পাবলিক পরিবহনে ধূমপানের শাস্তি কি? ধূমপান ও তামাক দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রন) আইন ২০০৫ এর ধারা ৭ এর বিধান সাপ... thumbnail 1 summary
   প্রশ্নঃ জনসমক্ষে বা পাবলিক পরিবহনে ধূমপানের শাস্তি কি?

  • ধূমপান ও তামাক দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রন) আইন ২০০৫ এর ধারা ৭ এর বিধান সাপেক্ষ, কোন ব্যাক্তি কোন পাবলিক প্লেস এবং পাবলিক পরিবহনে ধূমপান করতে পারবে না।

  • কোন ব্যাক্তি উক্ত বিধান লংঘন করলে তিনি অনধিক ৩০০টাকা অর্থধন্ডে দন্ডনীয় হবেন এবং ঐ ব্যাক্তি দ্বিতীয়বার বা পুনঃপুনঃ একই ধরনের অপরাধ সংগঠন করলে তিনি পর্যায়ক্রমিকভাবে ঐ দন্ডের দ্বিগুন হারে দন্ডনীয় হবেন।

No comments

Post a Comment